অবশেষে দখলমুক্ত রামগঞ্জ শিশুপার্ক, সংস্কার কাজ শুরু

লক্ষ্মীপুর জেলা পরিষদ পরিচালিত রামগঞ্জ পৌর শহরের শিশুদের চিত্তবিনোদনের জন্য নির্মিত একমাত্র শিশুপার্কটি এখন দখলমুক্ত। জেলা পরিষদ কর্তৃপক্ষ পার্কটির সংস্কার কাজ শুরু করেছে। এর আগে পার্কটি নির্মাণসামগ্রীর কারখানা ও গরু-ছাগলের চারণভ‚মিতে পরিণত হয়েছিল।
সম্প্রতি ভোরের কাগজসহ বিভিন্ন জাতীয় দৈনিকে একাধিকবার খবর প্রকাশিত হলে জেলা পরিষদ কর্তৃপক্ষের টনক নড়ে। পরে শিশুপার্কটি দখলমুক্ত করে নতুন করে অবকাঠামো তৈরির কাজ শুরু করে। জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ও রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোওয়ারী জানান, রামগঞ্জ শিশুপার্কটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল। এ ব্যাপারে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। অচিরেই শিশুপার্কটি শিশুদের চিত্তবিনোদনের জন্য দৃষ্টিনন্দন জেলার মডেল শিশুপার্কে পরিণত করা হবে। বর্তমানে পার্কের প্রধান গেটের সংস্কার কাজ চলছে।
জানা গেছে, ২০০৫ সালের ১৪ অক্টোবর তৎকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী রামগঞ্জ শিশুপার্কটি উদ্বোধন করেন। সে সময় পার্কের চারদিকে প্রাচীর নির্মাণ করা হয়। পার্কের ভেতরে পাকা বেঞ্চ ও শিশুদের খেলার জন্য সামগ্রী তৈরি করা হয়। সেই সঙ্গে পার্কে বিভিন্ন জাতের ফুল-ফল ও কাঠগাছ লাগানো হয়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের শাসনকালে পার্কটি যথাযথভাবে চালু করার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে পার্কের দক্ষিণ ও পশ্চিম দিকের গেট কে বা কারা খুলে নিয়েছে। শিশুদের বসার পাকা বেঞ্চ, দোলনা ও খেলার সামগ্রী ভেঙে ফেলেছে। পার্কে লাগানো কোনো গাছেরই অস্তিত্ব ছিল না। স্থানীয় প্রভাবশালী মহল প্রশাসনকে ম্যানেজ করে বৈশাখী মেলা ও বাণিজ্যমেলা বসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। পার্কটিতে শিশুদের চিত্তবিনোদনের কোনো সুযোগ ছিল না। গড়ে তোলা হয়নি কোনো অবকাঠামো। সুশীল সমাজের অনেকে ক্ষোভের সঙ্গে বলেছেন, স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা পরিষদ কর্মকর্তাদের উদ্যোগের অভাবে শিশুপার্কটি দীর্ঘদিন ধরে চরম অবহেলায় পড়ে ছিল। পার্কটির অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
কিছু দিন আগেও পার্কে দিনের বেলায় নির্মাণসামগ্রী আর গরু-ছাগলের চারণভ‚মি হিসেবে ব্যবহার করা হয়েছে। সন্ধ্যার পর যৌনকর্মী ও বখাটেদের আড্ডা জমত। এ ব্যাপারে স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন জাতীয় পত্রিকায় খবর প্রকাশের পর জেলা পরিষদ কর্তৃপক্ষের টনক নড়ে। শিশুপার্কটিকে দখলমুক্ত করে সংস্কার কাজ শুরু করা হয়।

Wellcome to our website...