চেয়ারম্যান

 

 

জীবন বৃত্তান্ত

 

মোঃ শাহজাহান (বীর মুক্তিযোদ্ধা)

চেয়ারম্যান, জেলা পরিষদ, লক্ষ্মীপুর।

সহ-সভাপতি, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ, লক্ষ্মীপুর।

 

মোবাইল              :           ০১৭১১৫৩২৬০৪

জন্ম  তারিখ          :           ২৭ মে ১৯৫৭ ইং

পিতার নাম           :           মৃত হাজী ওমর আলী

মাতার নাম           :           মৃত খায়েরুন নেছা

বর্তমান ঠিকানা      :           ৭ ইস্কাটন গার্ডেন, আরবান ব্লিজ, ফ্ল্যাট-৪/বি, রমনা, ঢাকা-১০০০।

স্থায়ী ঠিকানা         :           গ্রামঃ নান্দিয়ারা, ডাকঘরঃ ভাটরা, থানাঃ রামগঞ্জ, জেলাঃ লক্ষ্মীপুর।

শিক্ষাগত যোগ্যতা   :           বি.এ. (অনার্স)

পেশা                  :           ব্যবসা

বৈবাহিক অবস্থা     :           বিবাহিত।

পরিবারের সদস্য বৃন্দ           :

১। স্ত্রী: মমতাজ বেগম।

২। ছেলে: মোঃ ইয়াছির আরাফাত, এম.বি.এ. লন্ডন।

৩। ছেলে: মোঃ ইমতিয়াজ আরাফাত, বি.বি.এ. নর্থ সাউথ ইউনিভার্সিটি।

৪। ছেলে: ক্যাপ্টেন মোঃ ইসতিয়াজ আরাফাত, বাংলাদেশ সেনাবাহিনী।

৫। ছেলে: মোঃ ইসতিয়াক আরাফাত, দ্বাদশ শ্রেনী, ঢাকা সিটি কলেজ।

জাতীয়তা                         :           বাংলাদেশী।

ধর্ম                                :           ইসলাম।

জাতীয় পরিচয় পত্র নং         :           ৫১১৬৫১৪২৭০৬৮২

 

 

 

 

 

ক)        ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে সক্রীয় অংশগ্রহণ কারী একজন বীর মুক্তিযোদ্ধা।

মুক্তিযোদ্ধা সনদপত্র নং ম-৭৮৮৪৫।

 

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ঃ

 

খ)         বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে ২০০১ এবং ২০০৮ সালে নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ

নির্বাচনে অংশগ্রহণ করি।

 

গ)         ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন পাই। দলের এবং জাতীয় রাজনীতির স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেই এবং ১৪ দলের মনোনীত প্রার্থী বাংলাদেশ তরীকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়ালকে মাননীয় নেত্রীর নির্দেশে সমর্থন করে তার চীফ এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীককে জয়ী করে আনতে সক্ষম হই।

 

আওয়ামীলীগের রাজনীতি:

 

ক)        ১৯৭৬ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত রামগঞ্জ থানা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য।

খ)         ২০০৩ সালে সম্মেলনের মাধ্যমে রামগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হই এবং অত্যন্ত সফলতা ও সুনামের সহিত ২০০৩ সাল হতে জুলাই ২০১৭ ইং সাল পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। বর্তমানে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি।

 

ছাত্র রাজনীতি :

 

ক)        ১৯৬৮-৭০ সালে ভাটরা উচ্চ বিদ্যালয় থেকেই ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলাম।

খ)         ১৯৭১ সালে রামগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি।

গ)         ১৯৭৩ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত রামগঞ্জ থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি।

 

সামাজিক কর্মকান্ড :

 

ক)        ১৯৯১ সাল হইতে ২০০১ সাল পর্যন্ত লক্ষ্মীপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি।

খ)         ঢাকাস্থ রামগঞ্জ উপজেলা সমিতির দুইবার সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি।

গ)         লক্ষ্মীপুর জেলা সমিতির সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি।

 

চেয়ারম্যান :

ক)        বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, লক্ষ্মীপুর।

 

সভাপতি:

 

ক)        সভাপতি, দল্টা কলেজ পরিচালনা কমিটি।

খ)         সভাপতি, ভাটরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি।

গ)         সভাপতি, পানিওয়ালা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি।

ঘ)         সভাপতি, আশারকোটা আল-আমিন ইসলামিয়া দাখিল মাদ্রাসা।

ঙ)         সভাপতি, নান্দিয়ারা জামে মসজিদ পরিচালনা কমিটি।

 

সদস্য:

ক)        সদস্য, ম্যানেজিং কমিটি রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ।

 

আজীবন সদস্য:

ক)        রামগঞ্জ উপজেলা সমিতি, ঢাকা।

খ)         রামগঞ্জ সরকারী কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ ফাউন্ডেশন, ঢাকা।

Wellcome to our website...